সোমবার; ০৭ এপ্রিল ২০২৫; ২৩ চৈত্র ১৪৩১

ডিজিটাল ওয়ালেটের অনুমোদন পেয়েছে গ্রামীণ টেলিকম ছবি- সংগৃহীত

ডিজিটাল ওয়ালেটের অনুমোদন পেয়েছে গ্রামীণ টেলিকম

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:৩৯, ২০ মার্চ ২০২৫

পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) অনুমোদন পেয়েছে গ্রামীণ টেলিকমের অধিভুক্ত প্রতিষ্ঠান সমাধান সার্ভিস লিমিটেড। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের কাছে প্রথম অনুমোদন চায় ২০২১ সালের ১৬ নভেম্বর। এরপর বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালের আগস্ট পর্যন্ত নানা কারণে তা দেরি করে যদিও এনওসি পাওয়ার জন্য সব রকমেরই শর্তই পূরণ করেছিল সমাধান সার্ভিস লিমিটেড।

কর্তৃপক্ষ জানায়, কেন্দ্রীয় ব্যাংক গত বছর ২৯ সেপ্টেম্বর এনওসি অনুমোদন করে। ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, ইতোপূর্বে প্রাক্তন গভর্নর আব্দুর রউফ তালুকদার উদ্দেশ্য প্রণোদিতভাবে এর প্রক্রিয়াটি দেরি করাচ্ছিলেন। তারা জানায়, নোবেল বিজয়ী প্রফেসর মুহম্মদ ইউনুসের সঙ্গে  তৎকালীণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধপূর্ণ সম্পর্কের কারণে এটি দেরী করা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট গ্রামীণ টেলিকমের আবেদন প্রাথমিক ভাবে রিভিউ করে এবং গ্রামীণ টেলিকম আশানুরুপ সব ডকুমেন্ট প্রদান করেছে বলে জানায়। গ্রামীণ টেলিকমের ম্যানেজিং ডিরেক্টর এবং সমাধান সার্ভিসের একজন পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, এনওসি'র নিরাপত্তা ইস্যুতে তারা এখনও লাইসেন্স পায়নি। তিনি বলেন, দেশীয় বাজারে সমাধান সার্ভিস একটি ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতে নিজেকে প্রস্তুত করছে। 

এমএএইচ

শেয়ার করুনঃ