ফেসবুকে বিনিয়োগ বাতিলের পোস্ট দিতে বাধ্য করেন পলক, বিনিয়োগ ১০ কোটি টাকা
Published : ১১:২১, ৩০ সেপ্টেম্বর ২০২৪
বিকাশমান অনলাইনভিত্তিক শিক্ষামূলক প্রতিষ্ঠান টেন মিনিট স্কুলে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ১০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এরমধ্যে ৫ কোটি টাকা টেন মিনিট স্কুলকে দেওয়া হয়েছে ২০২২ সালে। অবশিষ্ট ৫ কোটি টাকা ফলোঅন বা নতুন রাউন্ডে দেওয়ার কথা ছিল। কিন্তু গত ১৬ জুলাই এক ফেসবুক পোস্টের মাধ্যমে টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকার বিনিয়োগ বরাদ্দ বাতিল করে দেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
যদিও এভাবে কোনও বিনিয়োগের বরাদ্দ বাতিল করা যায় না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে জানতে চাইলে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামী আহমেদ বলেন, ‘আমি যেহেতু লিখিত কোনও আদেশ পাইনি, ফলে টেন মিনিট স্কুলের বিনিয়োগ বহাল রয়েছে। বাতিল হয়নি। কিছু শর্ত পূরণ হলেই টেন মিনিট স্কুলের অনুকূলে বিনিয়োগ বরাদ্দের অবশিষ্ট অর্থ ছাড় করা হবে।’
জানা গেছে, টেন মিনিট স্কুলের অনুকূলে অর্থ ছাড়ের জন্য প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে। সেই মিটিংয়ে অনেক এজেন্ডার মধ্যে টেন মিনিট স্কুলের বিনিয়োগের বিষয়টিও ছিল। আইসিটি বিভাগের সচিব পরিবর্তন হওয়ায় সিগনেটরিও পরিবর্তন হয়েছে। পদাধিকার বলে আইসিটি বিভাগের সচিব স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান। স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের অপর সিগনেটরি হলেন ব্যবস্থাপনা পরিচালক স্বয়ং। শিগগিরই সিগনেটরি পরিবর্তন হলে ব্যাংকের কাজও শেষ হবে। আর তখনই অর্থ ছাড় হবে বলে জানা গেছে।
জানা যায়, টেন মিনিট স্কুলের ৫ কোটি টাকা বিনিয়োগ বাতিলের বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, টেন মিনিট স্কুল-সহ যেসব স্টার্টআপ প্রতিষ্ঠান ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে সরকারি বিনিয়োগ হারিয়েছিল, তাদের বিনিয়োগ অব্যাহত রাখার বিষয়টি পুনর্বিবেচনা করা হবে। দ্রুততম সময়ের মধ্যে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং পুনরায় তাদের সঙ্গে সরকারের একত্রে যে কাজ করার কথা ছিল, সেটি চালু করা হবে।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে টেন মিনিট স্কুলের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক ফেসবুকে কয়েকটি পোস্ট দিলে তা বিগত সরকারের নজরে আসে। গত ১৬ জুলাই সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে ৫ কোটি টাকার বিনিয়োগ বাতিল করা হয়েছে বলে জানান।
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড সূত্রে জানা গেছে, ১৬ জুলাই সকালে সাবেক প্রতিমন্ত্রী পলক স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড কর্তৃপক্ষকে ফোন দিয়ে লাইনে থেকে জোর করে ফেসবুক পোস্ট লিখতে বাধ্য করেন। টেন মিনিট স্কুলের বিনিয়োগ বাতিলের পক্ষে একাধিক যুক্তি তুলে ধরে ফেসবুক পোস্ট দেওয়ান। পরবর্তী সময়ে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের সেই পোস্ট পলক ফেসবুকে শেয়ার করেন। প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা জানান, তারা প্রতিষ্ঠানটিতে চাকরি করেন। ফলে তারা বাধ্য ছিলেন ফেসবুকে পোস্ট দিতে। সে হিসেবেই তারা দিয়েছেন।
জানা গেছে, টেন মিনিট স্কুলের ৪ থেকে ৫ শতাংশ ইকুইটির মালিক স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড। ভবিষ্যতে এর পরিমাণ আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ বিষয়ে কথা বলার জন্য টেন মিনিট স্কুলের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিকের সঙ্গে কথা বলার জন্য একাধিকবার ফোন করলেও দিতে ফোন ধরেননি। মেসেজ পাঠালেও তিনি সাড়া দেননি।
এমএএইচ