বছরের প্রথম ছয় মাসে রবির মুনাফা ২১৪ কোটি টাকা
Published : ১৬:৫১, ২৯ জুলাই ২০২৪
সামষ্টিক অর্থনীতি এবং ক্রমবর্ধমান রেগুলেটরি চ্যালেঞ্জের মধ্যেও চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি বজায় রেখেছে রবি। ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফল প্রকাশ করে সোমবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অপারেটরটি এ তথ্য জানায়।
দ্বিতীয় প্রান্তিক শেষে রবির সক্রিয় গ্রাহক সংখ্যা ৫ কোটি ৯৫ লাখ, যার মধ্যে ইন্টারনেট গ্রাহক সংখ্যা ৪ কোটি ৫৪ লাখ এবং ফোরজি গ্রাহক সংখ্যা ৩ কোটি ৭৬ লাখ। রবির মোট সক্রিয় গ্রাহকের ৭৬ দশমিক ৩ শতাংশ ইন্টারনেট ব্যবহারকারী এবং ৬৩ শতাংশ ব্যবহারকারী ফোরজি সেবা নিয়ে থাকে।
২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে ৩২৫টি নতুন ফোরজি সাইট নেটওয়ার্কে যুক্ত করার মধ্য দিয়ে রবি ১৭ হাজার ৭১৫টি ফোরজি সাইট দিয়ে দেশের ৯৮ দশমিক ৯৩ শতাংশ জনগণের জন্য ফোরজি কাভারেজ নিশ্চিত করেছে।
২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে রবির আয় ২ হাজার ৬০৪ কোটি টাকা, চলতি বছরের প্রথম প্রান্তিকের চেয়ে যা ৩ দশমিক ৫ শতাংশ বেশি; গত বছরের একই প্রান্তিকের তুলনায় আয়ের প্রবৃদ্ধি ২ দশমিক ৫ শতাংশ।
চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২৪) আয়সহ বছরের প্রথম ছয় মাস শেষে রবি’র আয়ের পরিমাণ ৫ হাজার ১২০ দশমিক ২ কোটি টাকা। ২০২৩ সালের প্রথম ছয় মাসের তুলনায় চলতি বছরের প্রথম ছয় মাসে রবির আয় বেড়েছে ৪ দশমিক ৮ শতাংশ।
২০২৪ সালের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে ভয়েস এবং ইন্টারনেট সেবা থেকে আয় বেড়েছে যথাক্রমে ৭ দশমিক ৭ শতাংশ এবং ২ দশমিক ৫ শতাংশ।
২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকে রবির কর পরবর্তী (পিএটি) মুনাফা ১০৭ দশমিক ৫ কোটি টাকা এবং চলতি বছরের প্রথম প্রান্তিকসহ বছরের প্রথম ছয় মাসে রবির কর পরবর্তী (পিএটি) মুনাফা ২১৪ দশমিক ২ কোটি টাকায় পৌঁছেছে।
কোম্পানির আর্থিক ফল সম্পর্কে রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি বলেন, আমরা কিউওএস রেগুলেশন অনুযায়ী প্রত্যাশিত মানের থেকে গ্রাহকদের উন্নত সেবা প্রদান করছি।
এমএএইচ